স্পর্শ ছাড়া কি বর্ষন ঘটে? বর্ষন ছাড়া প্রেম?
আগুন ছাড়া কি প্রেম হতে পারে, সেই নিকষিত হেম?
পাল্টে যাচ্ছ তুমিও হে সখি, মনে বা মনান্তরে
এদিকে নামাও ধস, রেখে যাও অন্য তীরটি গড়ে।
জলে ভেসে যাওয়া রাস্তার ধারে তোমরাও যাও ভেসে
ঠোট ছেড়ে সেই ধারবর্ষন নেমে আসে অক্লেশে
নীল নির্জনতায় রক্তিম হয়ে ফুটে উঠে উল্লাস
বেঁচে থাক, এই ক্ষন বেঁচে থাক, যতদিন থাকে শ্বাস
আকুল হওয়া কি কথাটুকু শুধু? আকুল ঢেউয়ের ডাক
শুনে তুমি ছিড়ো ছায়ার বাঁধন। দুরে মেঘ গর্জাক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



