ফ্লাইওভার বানাচ্ছে লীগ নেতা জাহাঙ্গীর সাত্তার টিংকুর ঠিকাদারী প্রতিষ্ঠান। কোটি কোটি টাকার সাবকন্ট্রাক্ট এনামুল হক দানু আর আজম নাসিরের লোকজন পেয়েছে। কাজ দিয়েছে সিডিএ চেয়ারম্যান আরেক লীগ নেতা আবদুস সালাম।
সুতরাং ফ্লাইওভার একটু নরম হবেই, পাবলিক এতো রাগলে হবে?
এখনো অন্তত দশ বারো জায়গায় ফাটল আছে। এগুলো কয়দিন পরপর সিমেন্ট দিয়ে বুজে দেয়া হয়। সকল দেশের রাণী সে যে আমার জন্মভুমি। পাঁচ দশটা গার্ডার তো পড়তেই পারে, বাপের দেশ যেহেতু, তারা তো খাবেই। পাবলিক বুঝে না কেন?
মারা গেছে একশরও বেশি মানুষ। প্রচুর লাশ গায়েব হয়ে যাচ্ছে। যেহেতু সরকার তথা মুন্নির বদনাম হবে, তারা মুন্নির বদনাম করতে চায়না। অসুবিধা কি? বাংলাদেশে মানুষের জীবনের দাম আছে? এগুলা তো দিনমজুর আর গার্মেন্টস এর মানুষ। একশ মরলেই কি আর একহাজার মরলেই কি? সব ঠিকই ভোট দিবে নৌকা আর ধানের শীষে। এরা তো আর ছাত্রনেতা তাকিম না যে আইসিইউ তে লাইফ সাপোর্ট পাবে। এরা তো আর জাতির নাতি না যে বিদেশ গিয়ে চিকিৎসা নিবে।
শতাধিক নিহত আর শতাধিক আহত এগুলা বাংলাদেশে ব্যাপার না। অন্য কোন সভ্য দেশ হলে এই নেতাদের জেল আর ফাসী হতো, তবে বাংলাদেশে ব্যাপারটা ভিন্ন। আজকে যারা লাফাচ্ছে, সে পাবলিক কালকেই আবার ভুলে যাব।
২২২২২
সিডিএ’র সংরক্ষিত কক্ষে ছাত্রলীগ কর্মীদের অবস্থান !
সিডিএ ভবনে অবস্থানকারী কর্মীদের যিনি নেতৃত্ব দিচ্ছেন রফিকুল ইসলাম বাপ্পী। তিনি নিজেকে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা বলে পরিচয় বলেন, ‘‘ছালাম ভাইয়ের (সিডিএ চেয়ারম্যান) বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষ লেগে আছে। তাই পরিস্থিতি সামাল দিতে আমরা এসেছি।’’
দুপুর ১২ দিকে সেল ফোনে কোনো একজনকে আরও শতাধিক ছেলে নিয়ে সিডিএ ভবনের পাশে থাকার নির্দেশ দিতে দেখা গেছে তাকে। সোমবার সকাল দশটার পর থেকে সিডিএর প্রধান ফটক হয়ে একে একে ছাত্রলীগ কর্মীরা ঢুকতে থাকেন। যদিও সকাল থেকে সিডিএ ভবনে নিরাপত্তা জোরদার করা হয়।
সিডিএর এক কর্মকর্তা জানান, সিডিএর বোর্ড রুমে শুধু বোর্ড সদস্যদের নিয়ে বিশেষ সভা ও সিডিএর বিভিন্ন গুরুত্বপূর্ণ সভা হয়। সেখানে বহিরাগত প্রবেশের কোনো নিয়ম নেই।
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১২ রাত ১১:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



