আমাদের সংস্কৃতি যদি কোন রক্ষণশীলতা থেকে প্রাপ্ত হয় তবে আমি বলি এটা আমাদের দুর্বলতা,শক্তি নয়। রক্ষণশীলতা স্ফীত হতে পারে কিন্তু রসিক এর রসতৃষ্ণা তাতে তৃপ্ত হয়না।
IDEA # 23
এই আইডিয়াটা আপনি ব্যবহার করতে পারেন যদি আপনার সঙ্গী কাজে যায় আর আপনাকে কোন কারণে বাসায় থেকে যেতে হয়।আপনি হয়ত অসুস্থ অথবা আপনি ঘরে থেকে কাজ করেন।
আপনার সঙ্গী যখন কাজে যাবে আপনি তাকে দরজা পর্যন্ত এগিয়ে দিন।তাকে বিদায় বলুন।
তারপর তার মোবাইলে একটা মেসেজ দিন......ALREADY MISSING YOU!
IDEA # 24
আপনার সঙ্গীর চুল যদি অনেক লম্বা হয় তবে কোন এক সময় তার চুল আচডিয়ে দিন।এটা সব চেয়ে ভালো হয় যখন আপনার সঙ্গী সাওয়ার নিবে অথবা রাতে ঘুমতে যাওয়ার আগে।
IDEA # 25
কোন এক বিশেষ দিনে আপনি সম্পদ ডাকাতি করার অভিনয় করতে পারেন
যখন রাস্তা দিয়ে হাঁটবেন,সমুদ্রের কিনারায় চলে যান বোতল টা আস্তে করে আপনার বেগ থেকে ফেলে দিন,সতর্ক থাকুন আপনার বান্দবি যেন দেখতে পায়
ম্যাপ এ সমুদ্রের কিনারা থেকে কোন একটা রেস্টুরেন্ট পর্যন্ত ডট লাইন দেয়া আচে।আপনার সঙ্গী এখন ও জানেনা আপনারা কি খুঁজছেন আপনার বান্দবি কে বলুন চল রেস্টুরেন্ট এ গিয়ে চা/কফি খাই
IDEA # 26
আপনার সঙ্গী কে একটা টেপ(রেকর্ড করা কোন একটা গান) পাঠিয়ে কোন একজায়গায় আসার জন্য বলুন।টেপ এর ভেতর মিশন ইম্পসিবল (অথবা খালিদ এর তুমি আরেক বার আসিয়া যাও মোরে দেখিয়া
IDEA # 2৭
আপনি আপনার সঙ্গীর বাডিতে ফোন করে জেনে নিন সে কি পছন্দ করত ছোট বেলায় সে কিসের জন্য বায়না ধরত।ধরা যাক সে পুতুল পছন্দ করত খুব।তার জন্ম দিনে তাকে একটা পুতুল উপহার দিন।সে শুদু এটাতে খুশি হবে তাই নয়,তাকে এটা ভাবাবে যে সে কি চায় সেটা নিয়ে আপনি কেমন ভাবেন।
IDEA # 28
আপনারা দুজন কোন একটা ফটো প্রতিযোগিতা করতে পারেন,আপনার সঙ্গীকে আগে থেকে এটা জানিয়ে রাখুন।তারপর কোন এক জায়গায় ছবি গুলি টাঙ্গান এবং উপভোগ করুন।
IDEA # 29
একটা ছোট নোট লিখুন যেমন....."আজকে আমি তোমার কথা ভেবেছি এটা আমাকে অনেক খুশি করেচে,তুমি অনেক সুন্দর/সুন্দরী’’
IDEA # 30
ভেলেন্টাইন ডে তে একটা গিফট উপহার দিন যেটা তে ১৪ টা পর্দা থাকবে।আপ্নার সঙ্গীকে এর ১৪ দিন আগে থেকে একটা করে পর্দা খুলতে বলুন।তারপর ফাইনাল দিনে সে উপহার টা পাবে।
IDEA # 31
আপনি যখন আপনার বান্দবি কে নিয়ে কোন একজায়গায় শপিং এ যাবেন কোন এক জায়গায় দাডিয়ে একটা ছবি তুলুন এবং কোন একটা বিশেষ দিনে তাকে সেটা উপহার দিন।
IDEA # 32
আপনার বান্দবি এর মোবাইল এ একটা ভয়েচ মেইল পাঠান।এটা বলতে পারেন ‘’জাস্ট তোমাকে জানাতে আমি তোমাকে অনেক মিস করছি।
IDEA # 33
একটা ভ্রমণ এর আয়োজন করুন,কিন্তু আপনার সঙ্গীকে জানানোর প্রয়োজন নেই।যখন বাসে উঠবেন তাকে জানান সে অনেক খুশি হবে।অবশ্য আগে থেকে ব্যাগ গুছিয়ে রাখুন।
১ম কিস্তি
২য় কিস্তি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




