অপি করিমের সংসার ভাঙছে
তারকা অভিনেত্রী অপি করিমের সংসার ভাঙার উপক্রম হয়েছে। বিচ্ছেদ হতে পারে অপি-আশিরের। গত ২ নভেম্বর স্বামী আশির আহমেদ জাপান থেকে বাংলাদেশে আসার ২ দিন আগেই জার্মানি চলে গেছেন অপি করিম। বিয়ের ৩ মাস পর থেকে এই দম্পতির দূরত্ব সৃষ্টি হতে থাকে।
গত বছর অপি পারিবারিকভাবে আশিরকে বিয়ে করেছিলেন। অপি এবং তার এক অভিনেত্রী বান্ধবীর ফোনালাপের সূত্র ধরে শোবিজে এমন তথ্য প্রকাশ হয়। অপির উদ্ধৃতি দিয়ে অপির বন্ধুটি জানান, আশির সারাদিন ব্যস্ত থাকেন বই আর কম্পিউটার নিয়ে। অন্যদিকে অপি ব্যস্ত মিডিয়ায়। এসব নিয়ে উভয়ের মধ্যে শুরু হয় টানাপোড়েন। এছাড়া গত ২৩ অক্টোবর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান অপি।
অপি চেয়েছিলেন, ওই অনুষ্ঠানে আশিরকে নিয়ে যাবেন, এমনকি আশিরই তাকে পুরস্কার প্রাপ্তির প্রথম অভিনন্দন জানাবেন। কিন্তু আশির এ সময় বাংলাদেশে আসেননি। অপির বান্ধবী সেই অভিনেত্রী আরও জানান, বিয়ের পর অপি জাপান গিয়ে জানতে পারেন আশির জাপানি এক মেয়েকে আগেই বিয়ে করেছিলেন।
বিষয়টি বিয়ের সময় আশির গোপন রাখেন। ফলে উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য জাপানের একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও অপি জাপান থেকে ফিরে আসেন। পরবর্তীতে তিনি জার্মানিতে পড়াশোনার সিদ্ধান্ত নেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



