২০০৭ সালের জরুরি অবস্থা ও তত্ত্বাবধায়ক সরকার খালেদা জিয়ার সৃষ্টি মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন কপাল চাপড়ে লাভ কী।
গাজীপুরে স্থানীয় টেলিফোন শিল্প সংস্থার মাঠে এক জনসভায় রোববার বিকেলে একথা বলেন হাসিনা।
২০০৭ সালে জানুয়ারিতে জরুরি অবস্থা জারির পটভূমি তুলে ধরে বিএনপি চেয়ারপার্সন ও সংসদে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার উদ্দেশে শেখ হাসিনা বলেন, "আপনি মইনউদ্দিন-ফখরুদ্দীনের দোষ দেখেন। আর ইয়াজউদ্দিনের দোষ দেখেন না।"
সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদের মাধ্যমে খালেদা জিয়ার আবার ক্ষমতায় যাওয়ার এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকার প্রধান ফখরুদ্দীন আহমেদের মাধ্যমে টাকা পাচারের ইচ্ছা ছিলো বলে দাবি করেন প্রধানমন্ত্রী।
খালেদাকে ইঙ্গিত করে হাসিনা বলেন, "নয়জন সেনা কর্মকর্তাকে ডিঙিয়ে মইনউদ্দিনকে সেনা প্রধান করেছিলেন। আশা করেছিলেন মইনউদ্দিন ওনাকে আবার ক্ষমতায় বসাবেন।
"বিশ্ব ব্যাংকের চাকরি থেকে ফখরুদ্দীনকে ধরে নিয়ে এসে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানালেন। ভেবেছিলেন ফখরুদ্দীন ওনাকে টাকা পাচারে সহায়তা করবেন।"
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমেদ, সেনাপ্রধনা মইন উ আহমেদ এবং রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ 'ওনার লোক, ওনার আবিষ্কার' দাবি করে প্রধানমন্ত্রী প্রশ্ন করেন, "এখন আর কপাল চাপড়ে লাভ কী?"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



