বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া তাঁদের সমর্থিত প্রার্থী এম মঞ্জুর আলমকে মেয়র নির্বাচিত করায় চট্টগ্রামবাসীকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তিনি মঞ্জুর আলমকেও অভিনন্দন জানিয়ে বলেন, নবনির্বাচিত মেয়র চট্টগ্রামবাসীর উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবেন।
গতকাল এক বিবৃতিতে খালেদা জিয়া মঞ্জুরের বিজয়কে চট্টগ্রামের উন্নয়নে ব্যর্থতার বিরুদ্ধে জনগণের বিজয় হিসেবে অভিহিত করে বলেছেন, এ বিজয়ের মাধ্যমে সরকারের নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে জনগণের রায় প্রতিফলিত হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এ বিজয়ের জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন।
সুষ্ঠু নির্বাচন ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠানে সেনাবাহিনী, র্যাব, বিডিআর, পুলিশ ও আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আন্তরিক প্রচেষ্টার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা।
একই সঙ্গে খালেদা জিয়া নির্বাচন কমিশন ও বন্দরনগরীর এ নির্বাচনে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নির্বাচন নিয়ে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে অভিনন্দন জানিয়েছেন তিনি।
এখন প্রশ্ন হচ্ছে নির্বাচনে হারলে খালেদা জিয়া কি বলতেন???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



