আবেগ উদ্বেলিত উত্তেজনায় দেশ আজ অশান্ত। সত্য, ন্যায়, যুক্তি, মানবতা, শান্তি ও কল্যাণের পক্ষে দেশের সকল সচেতন এবং সর্বজনগ্রাহ্যদের এখনি এগিয়ে আসা দরকার। গণমাধ্যমগুলো এক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করতে পারে।
ভিন্ন মতাবলম্বী, গোত্র ও আদর্শে বিশ্বাসী নেতৃস্থানীয়দের নিয়ে গোলটেবিল আলোচনা ও বিতর্কে নির্দলীয়, নিরপেক্ষ ও সর্বজনগ্রাহ্যদের একটা Panel করে দেয়া যেতে পারে। যে বিতর্ক পরিশেষে Panel কর্তৃক গৃহীত সিদ্ধান্ত সমূহ সরাসরি সম্প্রচার সহ পত্রিকা, সামাজিক নেটওয়ার্ক, ব্লগ ও অন্যান্য অন-লাইন মাধ্যমগুলোর মাধ্যমে সবার কাছে পৌঁছে যেতে পারে।
সবাইকে মনে রাখতে হবে অখন্ড যুক্তির কাছে নিছক আবেগ পরাজিত না হলে সত্য ও ন্যায় প্রতিষ্ঠিত হয়না, সে হোক ব্যক্তি সমাজ রাষ্ট্র কিংবা ধর্মীয় বিশ্বাসে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



