ব্যস্ততার মাঝে পাইনা খুজে একটু খানি অবসর
তাই তো হয়ে গেছি আমি
সবার চোখে স্বার্থপর
তুমিও ভাবলে আমায় একজন ব্যস্ত মানুষ
যার নাই অবসর
শুন্যতা থেকে বাচতে একটু না হয়
কাটাই ব্যস্ত জীবন
তাই বলে আমি তো ভুলিনি তোমায়
ভুলিনি তোমার বিচরন
একটু খানি অবসরে খুজে পেতে চাই তোমাকে
ভাল লাগে তোমার ভাবনায় নিজেকে জড়াতে
তুমি আছ আমার প্রতিটি নিশ্বাসে
মিশে আছো আমার প্রতিটি অনুভবে
সব কিছু ভুলতে পারি, পারি না তোমায়
ভেবনা কখনো আমায় স্বার্থপর

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



