ভুল গুলো মাঝে মাঝে ফুল হয়ে ধরা দেয়
একরাশ অ দেখা স্বপ্ন নিয়ে
আমি অপেক্ষায় থাকি স্বপ্ন শেষে একটি ভোরের
ভোর আসবে বলে কখনই মনে হয় নাহ আমার
আমি ভোর দেখিনা, দেখিনা সকাল
শুধু তোমার কথা ভেবেই কেটে যায় আমার রাত্রি
থাকি চেয়ে শুন্য মনে হতাশার বুক চিরে
কোন এক বিকেলে নয় তোমায় দেখেছিলাম মধ্যদুপুরে
হয়নি বলা শুধুই ভাল লেগেছে তোমায়
না বলা কথা আমার না বলাই থেকে গেল
মাঝে এক নষ্ট সময়ে হয়নি দেখা তোমায়
অনেক অনেক দিন পরে হঠাৎ একদিন ভুল করে
হঠাৎ করেই দেখলাম তোমায়
তুমিই হেসে বললে কেমন আছি
সেই যে দেখা হল আর মাঝ খানে আর হলনা দেখা
মাঝে মাঝে চুপিসারে, মনের হালকা ভাবনায়
যখন থাকতাম বসে আমার একাকি ভাবনায়
কেন জানি মনে হয় শুধুই তোমায়
আমার ভাবনাগুলোর মাঝে উকি দাও আমার ভুবনে
তোমার ঠিকানা পাব ভাবিনি কোন দিন
একটু সুখের ছোয়ায় তোমাকে মেনে নিলাম আমার বন্ধু করে
বন্ধু হলাম তোমার,
এভাবেই দিন যায় মাস যায়,
প্রতিদিনেই ভাবি বলব তোমায় ভালবাসি
ভয় নাকি সংশয় জানিনা
কেন তোমাকে পারিনা বলতে তোমায়
ভালবাসি ভালবাসি ভালবাসি
হয়ত আমি কাপুরুষ নিজকেই ভাবি ছোট
হয়ত আমি অভাগা নিজেকই ভাবি খাটো
হয়ত ভাবি তোমার যোগ্য নয় আমি
আর এভাবেই হয়না বলা তোমাকে আমার মনের কথা গুলো
শুন্যতা নিয়েই চলে যায় আমার প্রতিটি প্রহর
খুব অবাক হই আমি , নিজের কথা ভেবে
পারবনা কি বলতে তোমায় একটু সাহস করে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



