ওফ কি দুর্দান্ত একটা ম্যাচ হোলো, প্রায় হেরে যাওয়া ম্যাচটা জিতল বাংলাদেশ।
বাংলাদেশ গত ম্যাচের মত এই ম্যাচেও টসে জিতে এবং প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। প্রথম পাঁচ ওভারে ৪৯ রান ওঠার পর মনে হয়েছিল কমপক্ষে ৩০০ রান হবে। কিন্তু দ্রুতই দৃশ্যপট বদলাতে শুরু করে। ইমরুল, জুনায়েদ, তামিম আউট হবার পর সাকিবের কাছ থেকে একটা বড় ইনিংস প্রত্যাশা করেছিলাম, কিন্তু সাকিবও ব্যর্থ। এরপর মুশফিক আর রকিবুলের শম্বুকগতির দুটো ইনিংসের উপর ভর করে বাংলাদেশ ২০৫ রান করে।
অনেকেই এরপর ম্যাচ জেতার আশা ছেড়ে দেন, আমিও। তাও খেলাটা দেখতে থাকি। রাজ্জাক প্রথম উইকেটটা নেওয়ার পর কিছুটা আশান্বিত হই, তারপর আবার নিরাশায় ভুগতে থাকি নিল ও ব্রায়েনের কারণে। এরপর ওর ভাই কেভিনও খুব জ্বালিয়েছে। কেভিন ও ব্রায়েন আউট হওয়ার পরেই ম্যাচটা বাংলাদেশের হাতে চলে আসে। এর আগ পর্যন্ত খুবই শঙ্কায় ছিলাম। এই অসাধারণ স্নায়ুক্ষয়ী ম্যাচটা জেতার আত্মবিশ্বাসে ভর করে বাংলাদেশের অনায়াসে সেমিফাইনালে চলে যাওয়ার কথা। আর আমাদের প্রত্যাশাও তাই।
এগিয়ে যাও বীরদর্পে
লক্ষ্যের দিকে
এগিয়ে যাও বাংলাদেশ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



