ব্লগে কখনো লেখা হয়নি। এমনকি তেমনভাবে পড়াও হয়নি। আজই প্রথম, আজই রেজিস্টার করলাম। এসেছিলাম ব্লগে কি ধরনের লেখালেখি হয় সেটা দেখতে। কিন্তু এসে কিছু ব্লগ পড়ে নিজের লিখতে খুব মন চাইল। ব্যপারটা হয়তো আমার মনের চিরন্তন একটা স্বভাবের মত যে, অন্যে যখন লিখেছে আমিও কেন পারবো না'র মত। তবে হ্যা, কখনো কখনো নিজের প্রিয় ডাইরিতে মনের কথা লিখেছি কিন্তু কাওকে দেখানোর অভ্যাস হয়ে উঠেনি। নিজের ভেতরেই নিজের কথা আটকে রেখেছি। আজ এখানে এসে মনে হলো, নাহ শুরু করি নিজের মনে যা আসে তা দিয়েই। হয়তো কেউ বলবে ফালতু কথায় শুরু, কিন্তু নিজেকে নিজের দেখানোর অভ্যাস থেকেই আজ দেখি না কি হয়। কে কি বলে, অথবা কেউ হয়তো কিছুই বলল না। তাতে কি, মনের একটা ইচ্ছাতো পুরন করলাম। ইংরেজিতে self satisfaction, বাংলায় কি বলে? আত্যতুষ্টি। বানান টাও ঠিক মত লিখতে পারলাম না। এখন লিখছি অভ্র দিয়ে। ইউনিবিজয়, বিজয় বা ফোনটিক সবই আমার কাছে দুর্বোধ্য। অন্তত এখন পর্যন্ত। দেখি কবে এগুলো দিয়ে লিখতে পারি।
একটু আগেই ঝুম একটা বৃষ্টি হয়ে গেল। এখন আবার সেই পুরনো রোদ। বৃষ্টিতে বারান্দায় দাঁড়িয়ে বাচ্চা ছেলেগুলোর রাস্তায় চিৎকার করতে করতে দৌড় দেখলাম কতখন। ইচ্ছা করছিল ওদের সাথে আমিও নেমে যাই নিজের মত। কিন্তু এখন আর এগুলো হয়ে উঠবে না। বড় হয়ে গেছি না? এখন তো এগুলো আর আমাকে মানায় না। কিন্তু মনের কোনে যে থেকে যায় সবসময়।
যাই হোক অনেক অগুছালো লেখায় আমার প্রথম ব্লগটা লিখলাম। এতো ছোট ব্লগ হয় নাকি? এখনো জানা নেই। এভাবেই শুরু করে দেখি। হয়তো আজকেই শুরু আজকেই শেষ। দেখি না কি হয়। ভবিষ্যৎ কে বলতে পারে।
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১০ দুপুর ১:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




