এটা আমার প্রথম পোষ্ট তাই প্রথমে দুঃখ প্রকাশ করতেছি , আমার লেখায় যদি কার মনে আঘাত লাগে ।
১. ১০০ টাকা মসজিদে কতই না বড় দেখায়, অথচ শপিংমলে না কত ছোট !
২. মসজিদে দুই ঘন্টা ইবাদত কত দীর্ঘ সময়, কিন্ত্ত সিনেমা হলে টা দ্রুতই শেষ হয়ে যায় !
৩. তারাবীহ সালাতে দীর্ঘ ১ ঘন্টা সময় লাগে, অথচ একটা ফুটবল ম্যাচ মাত্র ৯০ মিনিট
৪. একটু ক্রিকেট ম্যাচ অতিরিক্ত সময় অতিবাহিত হলে কিছুই মনে হয় না বরং উত্তেজনক..... কিন্ত্ত জুম'আর খুতবা একটু দীর্ঘায়তি হলে তা বিরক্তি কর
৫. কোরআনের একটি আয়াত পড়া খুবই কষ্টকর মনে হয়, অতচ ২০০ পৃষ্ঠার উপন্যাস, গল্পের বই পড়া কত সহজ !
৬. কনসার্ট বা খেলার মাঠে সামনের আসনে বসার জন্য উদগ্রিব হই, অথচ মসজিদে পিছনের কাতারে বসতেও ইতস্থ বোধ করি !
৭. সংবাদ পত্রের খবর আমরা কত সহজে বিশ্বাস করি, কিন্ত্ত দুংখের বিষয় আল্লাহর বানী, (কোরআন) এর একটি আয়াত বিশ্বাস তথা মান্য করতে আমাদের অনেক কষ্ট হয়
৮. বিজ্ঞাপনের নোংরা লিফলেট অথবা অশ্লীল বিষয় কত দ্রুত ছড়িয়ে পড়ে, কিন্ত্ত আল্লাহর বানী প্রচার করতে আমরা হাজার বার চিন্তা করি !
সুতারাং মুসলিম ভাই ও বোনেরা উপলব্ধি করুণ আপনার ইসলাম এর অবস্থান !
(সংগৃহীত)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


