আচ্ছা, কী আশ্চর্য দ্যাখো, সমস্ত জীবন,
প্রায় প্রত্যেকটা দিন, সবচেয়ে বেশি করে
যে জিনিসটা আঘাত পেল,
পচে গেল, গলে গেল, পুড়ে গেল —
সেই কিনা
পচে গলে পুড়ে যাবে না তখন!
মন,
মন তো একটুও ...
স্ট্রেচারে, লোহার ট্রে-তে, কফিনে কিংবা আঁধারে
তুমি ঢুকে পড়বে যখন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




