কবিতা নয় গান নয়
- আজিজ মুন্সি
মুক্তেযোদ্ধা প্রাণ দিয়েছে, রাজপথ করেছে রক্তাকার
যায়নি আজও তাদের মায়ের বুক ভরা চিৎকার,
তারা আমাদের দিয়ে গেছে স্বাধীনতা
আমরা পেয়েছি দেশ, ঘুঁছে গেছে পরাধীনতা।
কিন্তু আজ দেখি মুক্তিযোদ্ধার তালিকায় স্থন পেয়েছে রাজাকার
বাংলাদেশের পতাকা উড়ায়ে গাড়িতে ঘোরে, একি সমাচার!
তাহারি সামনে সারাদিন দুমুঠো ভাত নেই, নেই খাবার
পরনে বস্ত্র নেই, শরীর শুকায়ে হাডিডসার।
সন্তান দাওয়ায় বসে ক্ষুধায় কান্দে, মায়ের মাথায় হাত
ক্লান্ত দেহে বাবা ঘুমায়, কাটে সারা রাত।
সুযোগ সন্ধানিরা খুঁজে নিয়েছে, দখলে রেখেছে সম্পদ
তারাইতো দরিদ্যের করেছে আরও দারিদ্র, গড়ে নিজের প্রাসাদ
দারিদ্রের সঙ্গা দিয়েছে তারা, এ সমস্যার সমাধান হবে কবে
তেত্রিশ বছর চলে গেল শুধু হিসেব কষে কষে।
হিসেব শুধু দরিদ্রের ক্ষেত্রেই হয় অন্য দিকে নয়
দরিদ্রের বিপরীতে যাদের অবস্থান তাদের কেন নয়,
এই দেশে কাহারো আয় লক্ষ টাকা কহারো আয় নেই
এত বুদদ্ধি তার কিভাবে হয় ভেবে দেখছো কী ভাই।
আর কতদিন এভাবে চলবে-----------------?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




