ফেসবুক বন্ধ করছিল কয়দিন আগে, যদিও Advanced user দের তেমন একটা সমস্যা হয় নাই, আমার মত
গত বছর ইউটিউব বন্ধ করে দিছে, এখানেও অজুহাত হযরত মুহাম্মাদ (সঃ) কে নিয়ে তৈরি করা সিনেমা। কিন্তু আসলে কি তাই? চোখ বন্ধ রেখে কি অন্যায় থেকে রেহাই পাওয়া যায়!!! চোখের সামনে ধর্ষণ, ছিনতাই, খুন হলে কি চোখ বন্ধ রাখলেই দায়িত্ব পালন হয়ে গেল? এ কোন আজব দেশে বসবাস করছি।
আসলে কারন কিন্তু তা নয়। ফেসবুকের মাধ্যমে এক মুহূর্তে সারা পৃথিবীতে সব খবর পৌঁছে যাচ্ছে, ইউটিউবের কারনে সারা পৃথিবী সব ধরনের খবর শুধু মাত্র শুনতে নয়, দেখতেও পাচ্ছে। এতে সরকারের আকাম কুকাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে।
যাই হোক, যারা ইউটিউব দেখতে চান, তাদের জন্য কিছু টিপসঃ
১, ফায়ারফক্সে Anonymox নামে একটি এড-অন আছে, এটি ইন্সটল করে নিন। রেস্ট্রিক্টেড কোন সাইটে প্রবেশের পূর্বে এনাবল করে নিন। কাজ শেষে ডিজেবল করে দিন, কারন এড-অন টি এনাবল থাকলে ব্রাউজার একটু স্লো কাজ করবে।
এডিটেডঃ Ad-on টির সাথে Internet Download Manager বা অন্য টিউব ভিডিও ডাউনলোডার ব্যবহার করুন, কারন টিউব ভিডিও দেখা আর ডাউনলোড করা একই ব্যান্ডউইডথের ব্যাপার। আর ad-on টির ফ্রি ভার্শন প্রতিদিন 500 MB ডাটা Usage Allow করে। 3rd party download software ব্যবহার করলে Data usage ব্রাউজারের সাথে সম্পৃক্ত হবে না।
২, TOR সফটওয়্যার ব্যবহার করতে পারেন। TOR লিখে গুগলে সার্চ করুন।
৩, কিছু আইপি হাইডার সফটওয়্যার রয়েছে, সেগুলো দিয়ে ব্যবহার করতে পারেন
বিশেষ দ্রষ্টব্যঃ ইউটিউব এখন এমনেই খোলা
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




