যখন জন্মেছিলাম, তখন একজন নারী ছিল সেখানে, আমাকে পরম আদর আর মমতায় আগলে রাখার জন্য, সে আমার মা।
যখন আমি বড় হচ্ছিলাম তখন আমার নিত্যদিনের খেলার সঙ্গী আর হাসাহাসির অংশীদার ছিল একজন নারী, সে আমার বোন।
যখন আমি স্কুলে যেতাম, তখন কিছু নারী আমাকে শিখতে সাহায্য করত সবসময়, তারা আমার শিক্ষিকা।
যৌবনে যখন আমি হতাশায় ডুবে যেতাম, নিজেকে হাড়িয়ে ফেলতাম তখন যার কাঁধ আমি সবসময় পেতাম, সে একজন নারী, সে আমার প্রেমিকা।
যখন আমার সার্বক্ষণিক একজন সঙ্গী প্রয়োজন ছিল, যার সাথে আমি আমার বাকি জীবন কাঁটিয়ে দিবো, তখন পেয়েছিলাম একজন নারীকে, সে আমার স্ত্রী।
যখন আমি খুব রুক্ষ আর কঠিন হয়ে যেতাম, তখন একজন নারী ছিল সেখানে আমাকে আবার নরম কোমল করে ফেলার জন্য, সে আমার মেয়ে।
আর যখন আমি মরে যাবো, তখনও একজন নারী থাকবে, যে আমাকে তার মাঝে চিরদিনের জন্য পরম মমতায় আবার আগলে রাখবে, যার মাঝে আমি মিশে যেতে চাই, সে আমার মাতৃভূমি।
আপনি যদি একজন পুরুষ মানুষ হন, তাহলে সম্মান করুন নারীকে। আর যদি আপনি একজন নারী হন, তাহলে নিজেকে নিয়ে গর্বিত হন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




