চিৎকার শুনে রিক্সাঅলা রিক্সা থামিয়ে থ হয়ে তাকিয়ে আছে।আশেপাশে লোক দাড়িয়ে যায় ওরা তাড়াতাড়ি রিক্সা থেকে নেমে আলোতে গিয়ে দেখে সোহেলীর মুখের এক পাশে,এক হাতে হলুদ হলুদ লেগে আছে। ও কান্না করচ্ছে আর বলচ্ছে পুড়ে যাচ্ছে সারা শরীর।সারা শরীর পুড়ে যাচ্ছে, নাজমৃলও বলচ্ছে জ্বলে যাচ্ছে।ওর হাতে ও শাটের্ এক পাশে লেগেচ্ছে।ওরা রাস্তায় বসে পরল।প্রময় রিক্সার উপরে থাকায় ওর লাগেনি।
প্রময় দেখে ওদের শরীর পুড়চ্ছে না বরং কি যেন লেগে আছে।প্রময় বল্ল তোরা থাম দেখতে দে।নাজমৃল বলে ডাক্তারের কাছে নিয়ে ষা।প্রময় ও আশেপাশে লোকজন দেখে না এসিড না ওদের গায়ে ডিম মারা হয়েছে।ওরা নিশ্চিত হওয়ার জন্য ব্যাগে রাখা পানির বোতলের পানি দিয়ে সোহেলীর হাত ধোয়।ততখনে আশেপাশে লোকজনের মধ্যে হাসির রোল পড়ে যায়।ওরা তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ২:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



