তাহলে বুঝবেন আপনার মেয়ে প্রেমে পড়েছে...
আমার বাসার বড় মেয়েটার সাথে পুর মিল আছে। এর কারন আম্মা আমাকে বলল যে আজ ওর কোন এক বান্ধবির সাথে বেড়াতে যাবে। আমি কি কারন জানতে চাইলাম উওর পেলাম আজ পহেলা ফাল্গুন । তো মেজাজটা বিরাট খারাপ হল 2দিন পর পর পহেলা ফাল্গুন, পহেলা বৈশাখ, পহেলা ভ্যালেনটাইন ডে, পহেলা থার্টি ফাস্ট ডে, পহেলা শীত, পহেলা গরম, পহেলা হেমন্ত, পহেলা , পহেলা এত পহেলা হলে শেষ হবে কবে? অথাৎ শেষ ফাল্গুন, শেষ বৈশাখ, শেষ ভ্যালেনটাইন ডে, শেষ থার্টি ফাস্ট ডে, শেষ শীত, শেষ গরম, পহেলা হেমন্ত,
কথা শেষ করতে পারি নাই উচ্চ কণ্ঠে নানান কথা বলতে লাগলো তখন আমার আলপিন এর ঐ কথা গুলি মনে পরলো । নিজেকে সামলে বেরিয়ে পরলাম।
আমার মাঝে মাঝে মনে হয় এত রস ওরা পায় কোথা থেকে এত এনার্জি পায় কোথা থেকে।
মনে হয় এনার্জি প্লাস লজেন খায়।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




