আমি: হ্যালো সুজা: দোলন একটু এই (........) নাম্বারে ফোন দিয়া বল 8 নং রুমটা আমার নামে বুক রাখতে।
আমি: কোন জায়গা এইটা
সুজা: আরে ভাই সাইবার ক্যাফে।
আমি: ও আচ্ছা দিতাছি।
সুজা: শোন বাসা থেকে বের হইয়া গেছিতো তাই নাইলে তরে জালাইতাম না।
আমি: আচ্ছা ঠিক আছে।
সুজা: ও শোন আমি তরে 5 মিনিট পরে ফোন দিতাছি, তারাতারি কর নাইলে কিন্তু পাওয়া যাইবো না।
আমি: ঠিক আছে।
মেজাজ গরম করে সাইবার ক্যাফেতে ফোন দিলাম...
5মিনিট পরে আবার ফোন এল
আমি: হ্যালো হ্যা: ফোন দিছি।
সুজা: কি বলছস?
আমি : বলছি 8নং রুমটা বুক রাখতে । রাখবো বলছে।
সুজা: কখন?
আমি: 1ঘন্টা পর
সুজা: আরে আমি ওরে নিয়া এমনে রাস্তায় দাড়াইয়া থাকমুনি।
আমি: তা আমি কি জানি...
সুজা:তুই আবার একবার ফোন দে , বল 15 মিনিটের মধ্যে আসতাছে 8 নং না পারলেও যাতে 9নং রুমটা রাখে। আর বলবি আনলিমিটেড, দরকার পরলে এখন থেকা ভাড়া গুনতে বল।
আমি: দেখি
সুজা: না দেখি টেখি না এক্ষন দে।
আমি : দিতাছি।......................
মেজাজ পুরা হট..................
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৬ ভোর ৪:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




