কবিতার কিষাণী সে ফলবতী লাজুক রমণী
টেবিলে পুষেন এক হ্রস্বদৈর্ঘ্য কিরিচের ছবি।
কখনো সে হর্ষধ্বনি, কখনো সে গূঢ় দীর্ঘশ্বাস
নিরন্তর হত্যাপ্রিয় কোমল ডাকিনী
বর্ষব্যাপী, যুগান্তরে জমে ওঠে শ্বেত রক্তপাত।
রাজা যদি বয়োবৃদ্ধ রাণী মাও ষড়যন্ত্রে মাতে
লড়াকু নারীর কাছে অস্পৃর্শ ক্লান্ত সেনাপতি
পতিব্রতা কবিনীরও পরান উতল।
বিগত যৌবন যার রণেভঙ্গ পলায়নপর
তাদেরই প্রতিদ্বন্দ্বী ধারালো প্রতীক।
পুরুষে পতন আছে
ধাতুর সে দূর্বলতা নেই
পতিত ভাতার থেকে ধারালো কিরিচ
ঢের বেশি উত্তেজক নারীর হৃদয়ে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



