স্বপ্নসখা..
লিখছি তোমার গান,
আসবে কি স্বপ্নলোকের বাঁধা পেরিয়ে,
আসবে কি কুয়াশাঢাকা ভোরের ঘুম ভাঙ্গা পাখী হয়ে,
আসবে কি ঝুম দুপুরের গল্পে,
আসবে কি শেষ বিকেলের ক্লান্তিতে,
আসবে কি নিঝুম রাতের কবিতায় আর গানে,
স্বপ্নসখা..
লিখছি তোমার গান,
হারানো সময় বই ঘরের চিলেকোঠায়,
কল্পনায় ছবি এঁকে ভাসিয়েছি নৌকো আমি
স্বপ্নলোকে..
খেলার মাঠে আর নদীর তীরে,
সীমানা ছেড়া সেই রেল লাইনের পথে,
আঁধার রাতের অশ্রুভেজা নীল জোছনায়
ভুলে যাওয়া দু:খ আর হতাশায়
প্রথম সেই বৃষ্টির সুরে..।
হারানো সময় ফেলে আসা শৈশবে,
হারাই আমি, বন্ধু আমার
তোমার সাথে..।
স্বপ্নসখা..
লিখছি তোমার গান,
আসবে কি স্বপ্নলোকের বাঁধা পেরিয়ে,
আসবে কি কুয়াশাঢাকা ভোরের ঘুম ভাঙ্গা পাখী হয়ে,
আসবে কি ঝুম দুপুরের গল্পে,
আসবে কি শেষ বিকেলের ক্লান্তিতে,
আসবে কি নিঝুম রাতের কবিতায় আর গানে,
স্বপ্নসখা..
লিখছি তোমার গান,
বদলে যাওয়া এ অসময়,
অনুভুতিহীন অচেনা এ শহর ছেড়ে,
চলে যাওয়ার ইচ্ছে নিয়ে,
হারাই আমি ঘুমের দেশে।
এলোমেলো এ স্মৃতি কথায়,
এলোমেলো শব্দ সুরের লেখায়,
স্বপ্নসখা..
লিখছি তোমার গান।
উৎসর্গ : টিকলু আর টুনটুনি !
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




