কিছু পাওয়া আর কিছু না পাওয়ার অনুভূতির অশান্ত মন নিয়ে একদিন এই শহরের একটু দুরের পথেই হেঁটে ঘরে ফিরছিলাম..সবকিছু চলছিলো আর সব দিনের মতই..হঠাৎই দেখি তাকে, তার বাড়ানো হাত আর নর্দমার কাদা-ময়লা জলে ভেসে থাকা একটা আঁধ খাওয়া আপেল..দেখি শুধু ক্ষুধার রাজ্যে আঁটকে পরা জীবনের মানে..হঠাৎ বড় একটা আঘাত লাগে মনে..হয়তো এটাই প্রতিদিনের তিক্ত সত্য..কিন্তু এই সত্যিটা এভাবে মন ছুঁয়ে যায়নি কখনও..আমার অর্থহীন হিসেবের বিষন্নতা কেঁটে যায়..জীবন যেখানে শুধু এক মুঠো মুখে..সেখানে মন খারাপের গল্পটাও যেন অর্থহীন হয়ে যায়..এই গানটা তার জন্য.. তাদের জন্য..যা লিখতে চেয়েছি হয়তো তা হয়নি..কি হয়েছে তাও জানিনা..
দেখছি প্রতিদিন, দেখছি তাকে,
নির্বোধ অনুভূতি আমার
ছূঁয়ে ছূঁয়ে যায় প্রতিদিন,
শুনিনা শব্দ আর গহীনে মনে।
দেখছি প্রতিদিন, দেখছি তাকে,
হাতটা বাড়ানো অনিশ্চিতে,
স্বপ্নহীন চোখের শব্দহীন ভাষায়,
দু:খ, বেদনা আর হতাশা ছেড়ে,
ইশারায় শুধু একমুঠো মুখে..
শুধু একমুঠো মুখে..।
দেখি বৃষ্টি, খুঁজি জীবনের সুর
কবিতায় আর গানে,
অর্থহীন প্রতিশ্রুতি আর অপেক্ষায়,
পাওয়া না পাওয়ার হিসেবে।
দেখিনা জীবন যেখানে
শুধু একমুঠো মুখে..।
মনের আঁধার লুকানো, চোখটা ফেরানো
নির্বোধ এ অনুভূতি আমার,
ছূঁয়ে ছূঁয়ে যায় প্রতিদিন,
শুনিনা শব্দ আর গহীনে মনে।
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১০ দুপুর ২:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




