দেশে প্রতিদিনই অসংখ্য ছোট-বড় বিচ্ছিন্ন ঘটনা ঘটে চলেছে....চলছে তার আলোচনা, সমালোচনা, পর্যালোচনা অত:পর চিরায়ত শূন্য ফলাফল....এতকিছুর মাঝে আমার এই ছোট্ট ঘটনা হয়তো কিছুইনা।কিন্তু কিছু সময় আগে ঘটে যাওয়া ২৮ বছরের দীর্ঘ জীবনের এই প্রথম অভিজ্ঞতাটা কেন জানি শেয়ার করতে ইচ্ছে করছে।
অন্য আর সব সাধারন দিনের মতই হাসপাতাল থেকে হেঁটে বাসায় ফিরছিলাম, সময় রাত ৮: ৩০, বাসার সামনের আলাউদ্দিন মিষ্টান্ন ভান্ডার ছাড়া আর সব দোকানপাট খোলা, ছুটে চলা মানুষের ভিরে আমিও চলেছি..হঠাৎ ই ছন্দপতন..কারো পায়ে পা বেঁধে প্রায় পরে যাওয়া..আর হাতে হাত রেখে সামলানো অর্ধপতন..ঘটনা বুঝে উঠার আগেই দেখি একজনের হাতে আঁটকে আছি..আমারই বয়সের একজন কঠিন গলায় বলছে,"কি মিয়া পায়ে পারা দিলেন কেন?
"Sorry, ভাই বুঝতে পারি নাই"
"আরে রাখেন Sorry...."
এরই মাঝে আমার কাঁধে হাত রেখে ২য় অতিথির আগমন.." বড় ভাই কি হইছে.." ( বুঝলাম ঘটনা কি ঘটছে আর কি ঘটবে ! )
প্রথমজন, " Sorry তে কি হইব..চিনেন আমারে..আমি ঢাকা ভার্সিটির Student !! .. সরকারী দলের নেতা !! এইটা আমার এলাকা .. অহনই এইখানে লাশ পুইত্যা ফেলতে পারি.."
২য় জন, " বড় ভাই এখনই কিছু দিব নাকি?''
"আরে না, পায়ে পারা যখন দিছেই ভাই আমাদের কিছু চা-নাস্তার ব্যবস্থাও করবে..কি কন ভাই..''
"মানি ব্যাগটা দেনতো ভাই...."
দিলাম মানি ব্যাগটা, ভাবছি এইবার হয়তো মোবাইল....
"ভাই মোবাইলটাও দেন"
আমার ছেড়া-ফাটা-রংচটা সেই ১৯৫৩ সালের মোবাইল দেখে হয়তো কিছুটা দয়া করেই ফিরিয়ে দিলো।
"এইবার পিছন না ফিরা সোজা সামনে হাঁটা দেন।"
"ওই ভাইর কাম হইছে..ছাইরা দে"..লক্ষ্য একটু সামনে দারিয়ে থাকা আরো দুজন!!
দুধারে পথিকের পদযাত্রা চলছে আগের মতই..কাঁধে হাত আর হাতে হাত রাখা তিন বন্ধুর (!!) মিলনমেলার আড়ালের ঘটনা কারো বোঝার কথা নয়....অথবা বুঝলেও এইসব বিচ্ছিন্ন(!!) ঘটনায় হ্য়তো এখন আমরা অভ্যস্ত....
বুকে-পিঠে-পেঁটে খোঁচা, চোখে ডলা....কিছুই না....এত সহজে সব শেষ হ্ওয়ায়..তাহাদের মহানুভবতায় মুগ্ধ আমি "আলহামদুলিল্লাহ্" বলে ছুটে চলা মানুষের ভিরে মিশে যাই....
[জয় বিশ্বনেত্রী(!), জয় স্বরাস্ট্রনেত্রী(!), জয় বাংলা(!), জয় বাংলার সোনার ছেলেরা(!)....জয় সব বিচ্ছিন্ন ঘটনার(!!)....আল্লাহাফেজ।
"এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রানী সে যে আমার জন্মভুমি।" ]
বিশেষ উপদেশ : রাস্তায় পায়ে পারা দিলেন না খেলেন এইসব না দেখে সোজা দৌড় দিবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




