যাক না কেঁটে নিরব নি:সঙ্গতায়
আরো একটা সকাল,
জানালায় বসে-
দৃষ্টি হারিয়ে দূর দিগন্তে।
যাক না কেঁটে দূপুরটা
স্বপ্ন ঘুমের আলসেমীতে,
নতুন কোন কল্প-গল্পে।
যাক না কেঁটে বিকেলটা
বৃষ্টি ভেঁজা সোঁদা গন্ধে-
চেনা বা অচেনা পথ হেঁটে।
যাক না কেঁটে আরো একটা রাত
কৃষ্ণকালো আঁধারে
অথবা নীল জোছনা ধারার
ঘুমহীন শূন্যতায়।
চাইনা বুঝতে আর অতৃপ্ত প্রশ্নটা,
চাইনা জানতে উত্তরটাও,
চাইনা খুঁজতে আর হারনো সুরটা-
যাক না কেঁটে আরো একটা দিন,
বেসুর সুরের বেতাল তালে।
হয়তো এই বেশ ভালো-
থেমে থাকা মূহু্র্ত আর
ছুটির শেষ ঘন্টা....।
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১১ রাত ৯:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




