শুধু আমি গ্লাডিয়েটর এটা বললে ভুল হবে । আমি মনে করি আমাদের এই বাংলাদেশের অধিকাংশ লোকই গ্লাডিয়েটর । কিছু কিছু স্বার্থঃন্বেষী ক্ষমতাধর লোক তাদের প্রয়োজনে আমাদের মতো সাধারন লোকদেরকে গ্লিডিয়েটর বানিয়ে রেখেছে ।
প্রাচীন রোমে গ্লাডিয়েটরা ছিলো সাহসী তরুনেরা যাদেরকে প্রস্তুত করা হতো শুধুমাত্র কলোসামে যুদ্ধ করার জন্য । তাদেরকে লড়তে হতো মৃত্যু পর্যন্ত, জীবন দিয়ে তারা দর্শকদের আনন্দ দিতো । আর তাদেরকে যারা পালতো কলোসামে হেরে যাওয়ার পর তাদেরকে তীরবিদ্ধ করে মারা হতো ।
আজ আমরা খেয়াল করলে দেখতে পাই জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা গ্লাডিয়েটর ।
আজ আমরা দেখি ১/১১ এ যখন সাধারন মানুষ তাদের অধিকার আদয়ের জন্য রাজপথে জীবন দিয়ে যাচ্ছে তখন আমরা জানতে পারলাম সবই রাজনীতিবিদদের সাজানো নাটক । তারা ক্ষমতা দখলের জন্য ব্যবহার করছে আমাকে আর আপনাকে, আর আমি এবং আপনি গ্লাডিয়েটরের মতো জীবন দিচ্ছি রাজপথে ।
যখন দেখি দ্রব্যমূল্য চরমে তখন আমি আর আপনি রাজপথে আন্দোলন করি অধিকারের কথা বলে কিন্তু আমরা বুঝি না এটা কোনো এক মহলের সাজানো নাটক সরকারকে নাজেহাল করার জন্য কিংবা পুজিবাদদের অধিক মুনাফা লাভের জন্য ।
যখন আমরা দেখি কোনো গার্মেন্টসে শ্রমিকরা ভাংচুর করে আমরা তখন ভাবি শ্রমিকরা তাদের অধিকার আদায় করতে আন্দোলন করছে আসলে আমরা কি জানি যে কোনো এক স্বার্থেন্বেসী মহল চাচ্ছে আমাদের গর্বিত গার্মেন্টসকে ধংস করতে ।
চলবে........................
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০০৯ রাত ৮:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



