গতবছর যখন দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষের নাভি:শ্বাস উঠে যাচ্ছিল, তত্তাবধায়ক সরকার হিমসিম খাচ্ছিল মূল্য হ্রাস করার জন্য- তখন আমাদের ব্যবসায়ীদের নিকট কোন ধরনের সহয়তা পাচ্ছিল না আমাদের বেয়াইনী সরকার ।
ধন্যবাদ জানাই বর্তমান গণতান্ত্রিক সরকারকে যারা তাদের দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তাদের সর্বোত্তম চেষ্টা চালিয়েছেন চালের দাম কমানোর জন্য এবং তারা স্বার্থক । এইজন্যই মানুষ সবসময়ে চায় রাজনৈতিক সরকার ।
কিন্তু আমার ভয় হয় ব্যবসায়ী গ্রুপকে । আপনি সবাইকে বিশ্বাস করতে পারেন শুধুমাত্র সমাজের ব্যবসায়ী ব্যাক্তিবর্গ ব্যাতিত , কারণ ব্যবসায়ীরা লাভ ছারা কিছুই বুঝে না এটা বোধ হয় আমি আপনি সবাই জানি । তাদের কোন সমাজ নেই তাদের কোনো মা বাবা ভাই বোন নেই, তাদের একটাই পরিচয় তারা ব্যবসায়ী ।
তাই দেশের বিজ্ঞজন ও সরকারকে বলি একটু ভেবে দেখতে বলি এই মূল্য হ্রাস এটা কি তাদের ষড়যন্ত্র নয় তো । একটু ভেবে দেখবেন কি -
১) সারা বছর মূল্য বৃদ্ধির পর এখন কেন মূল্যহ্রাস ,
২) মূল্যহ্রাসতো হওয়ার কথা যখন নতুন ফসল ঘরে আসবে কিন্তু তার আগেই কেন ।
৩)একটু খেয়াল করেন কতো টাকা মূল্যহ্রাস হয়েছে প্রতি কেজি চালের সেই তুলনায় কতো হ্রাস পেয়েছে প্রতি কেজি ধানে ।এরজন্য আজকের প্রথম আলোর প্রথম পাতা দেখেন Click This Link
৪)এটা কি এইজন্য নয় যে সাময়িকভাবে চালের দাম কমিয়ে সেই সুযগে কৃষকের নিকট হতে কম মূল্যে ধান কেনা । সেই জন্য যদি কৃষক ক্ষতিগ্রস্থ হয় তাতে তাদের কি আসে যায় ।
অতএব সাময়িক মূল্যহ্রাসে খুশি না হয়ে আমাদের ভেবে দেখা উচিত কোনো ষড়যন্ত্র কাজ করছে কিনা এর পেছনে । কারণ আজ যারা কৃষকের ক্ষতি করছে দুদিন পরে এরা আবার চালের দাম বৃদ্ধি করে লাথি মারবে আমার আর আপনার পেটে, কারণ এদের কোনো বিশ্বাস নেই ।
আসন্ন অর্থনৈতিক বিপর্যয়ে কৃষক বাঁচলে বাঁচব আমি আপনি ও দেশ ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



