Download This Song From Here
সে যে বসে আছে
অর্ণব
off beat নাটকের theam song
সে যে বসে আছে একা একা
রঙিন স্বপ্ন তার বুনতে
সে যে চেয়ে আছে ভরা চোখে
জানালার ফাঁকে মেঘ ধরতে,
তার গুনগুন মনের গান বাতাসে ওরে
কান পাত মনে পাবে শুনতে
তার রঙের তুলির নাচে মেঘেরা ছোটে
চোখ মেল যদি যদি পার বুঝতে।
সে যে বসে আছে একা একা
তার স্বপ্নের কারখানা চলেছে
আর বুড়ো বুড়ো মেঘেদের দল
বৃষ্টি নামার তাল তুলছে,
তার গুনগুন মনের গান বৃষ্টি নামায়
টপ টপ ফোটা পরে অনেক্ষণ
সেই বৃষ্টি ভেজা ভোরে ডাক দিয়েছে
ভেজা কাক হয়ে থাক আমার মন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


