১. প্রথমে http://www.yourfonts.com । এই সাইটে গিয়ে একটা ফন্ট টেমপ্লেট ডাউনলোড করে প্রিন্ট করুন।
২. প্রত্যেকটা ঘরে আপনি আপনার মত করে লিখুন।
৩. এবার স্ক্যান করে আপলোড করুন। প্রিভিউ দেখুন ফন্ট দেখতে কি রকম হবে। এবার এপ্রুভ করে ডাউনলোড করে নিন।
৪. এই ফন্টটি উইন্ডোজে ইনস্টল করলেই ব্যবহার করতে পারবেন আপনার হাতের লেখার মত ফন্ট।
## তবে সাইটটি এখনো শুধুমাত্র ইংরজেজী লেখা সাপোর্ট করে তাই বাংলা ফন্ট করতে পারবেন না। সার্ভিসটি ফ্রি নয়, সুতরাং বুঝে শুনে ক্লিক করবেন।
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১০ বিকাল ৩:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




