![]()
কাল শেয রাতের স্বপ্নমাখা ঘুম জাগ্রত চোখ
রগড়াতে রগড়াতে মনে পড়ল;
আজ স্বপ্ন ফেরিওয়ালার আসবার কথা!
স্বপ্ন ফেরিওয়ালার-
মাইলের পর মাইল পথ ভেঙ্গে আসবে
আজ আমার দেশে; সবুজ স্বপ্নের দেশে।
যার কাধে সহসাই ঝুলে থাকে গভীর এক
চটের ব্যাগে ভীড় করা স্বপ্নের ফেরি!
সেই কবে এক ঘোর লাগা পূর্নিমা রাতের ঘোরলাগা
আকাশে বুড়ি চাঁদটা স্বপ্নের তুলি
চোখে বুলিয়ে; তুলে দিয়েছিল স্বপ্নের
সাদাকালো ব্যাগখানি আর বলেছিল-
স্বপ্ন মাখিও কোন কোমলগান্ধায় অথবা
চিরচেনা পথ ভোলা কোন নবীন পথিকেকে
যে যাবে ম্যালা দূর ঐ সূর্য পারের দেশে!
তারপর থেকে আমাদের গাঁয়ের ঐ
আঁকাবাক তির তির করে বয়ে চলা নদীটির
মত বয়ে যেতে যেতে- যাদেরই সাক্ষাত
পড়েছে পথে তাদের জন্যই স্বপ্ন বুনেছে;
স্বপ্ন পড়েছে ঝোলার ভেতর থেকে;
শাশ্বত সাদাকালো!
হয়ত কোন গভীর হতাশা ঠেলে বেরিয়ে
আসা মানুষকে নিয়ে! অথবা শেষ
বিকেলের নরম রোদ চোখে মেখে ঘরে
ফেরা পাখিদের ঘিরে!
স্বপ্ন ফেরি আজতক চলছে! হাওয়ায়
বুদবুদি তুলে পথ বেয়ে চলা গাঁয়ে গাঁয়ে
অথবা ঘুম ভেঙ্গে যাওয়া স্বপ্নের পথে পথে!
স্বপ্ন ফেরিওয়ালার আজ আসবে
আমার গাঁয়ে! স্বপ্নওয়ালার একান্ত গাঁয়ে!
শীতের আগমনী শিশিরে ভিজে থাকা
সবুজেের বুক ছুঁয়ে
শেষ বিকেলের গোধুলিতে!
২৮ ই অক্টোবর'০৫
( ভোর রাতে ঘুম থেকে
জেগে)
ছবি- ইন্টারনেট

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


