![]()
কতকাল হয়নি'ক দেখা
পরীর মত মুখ আঁকা সাঁঝের বেলায়
শিশিরের উপর ভেসে থাকা শেফালীর মেলা।
কতকাল নদীর পাড়ে একা একা
বালিহাসের স্নান হয়ে গেছে সারা;
রৌদ্র গন্ধে তাদের শব মুছে গেছে
উড়ে চলে গেছে সাদা পালকেরা
কাশবনে আঁকাবাকা।
কতকাল ভরেনি দৃষ্টিতে
আঞ্চলিক মাঠে ঘাটে ভর ভরন্তি বৃষ্টি।
কতকাল মেঘ গুনিনি
আকাশের পরতে পরতে জমে থাকা মেঘগুলো
ভেসে গেছে নীড়ে; আমাদের ব্যস্ততার ভীড়ে।
আমরা ঘুমিয়ে থাকি চঞ্চল রোদগুলো ছাঁয়াদের বসিয়ে রাখে
খোলামাঠে; সরল যুবা কোন রাখাল
কতবার বাঁজিয়েছে বাঁশি
আমরা শুনিনি।
কতকাল দ্বিপ্রহর রাতে
শ্যাওলা ভাসা কালো জলে
স্মান সেরে গেছে পূর্নিমা
তার ছড়ানো জ্যোৎস্নায় উদোল গায়ে
চিত হয়ে শুয়ে থাকিনি!
স্বপ্ন দেখিনি কতকাল
হাসনাহেনার গন্ধ নাকে নিয়ে
ঘুমিয়ে পড়িনি!
কতকাল ঘুম থেকে জেগে ভাল লাগেনি
তোমাকে পেয়েছি স্বপ্নে- এই ভেবে!
কতকাল রাত্রি জেগে কথা বলিনি
তোমার সাথে আনমনে!
কেটে গেছে কতকাল বিধুর বেলা
মধুর কালে; নিশ্চুপ চুপিসারে.............
২২ সেপ্টেম্বর'০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


