সুদূর পরবাশে থাকার কারনে নিজ পরিবার পরিজনদের সময় দিতে পারিনা, এ নিয়ে নিজের মনে যেমন কষ্ট তেমন পুরো পরিবারের মাঝেও। পর পর দুবার ছুটিতে গিয়েও তাদেরকে একটু বাহিরে বেড়াতে নিয়ে যেতে পারিনি। কারন বছরে ১ মাসের জন্য ছুটিতে যাই এবং সে একমাস যে কোনদিক দিয়ে যে কেটে যায় কিছুই টের পাইনা। আর এই এক মাসকে আমার মনে হয় বছরের সবচেয়ে ছোট মাস ( আসলে আমার কাছে মনে হয় যেন ১ সপ্তাহ)।
যাক এবার ইচ্ছে সবাইকে নিয়ে ঢাকার আশে পাশে কোথাও ঘুরতে যাব। তাই ঢাকার ব্লগার ভাইদের কাছে একটু সাহায্য চাইছি। দয়া করে কেউ আমাকে বলবেন কি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং পরিবার নিয়ে ঘুরে আসা যাবে এমন কোন দর্শনীয় স্থান কি ঢাকা বা ঢাকার নিকটবর্তী কোথাও আছে কি? থাকলে কিভাবে যেতে হবে তা একটু বিস্তারিত জানালে খুব উপকৃত হব।
অবশেষে সবার সুখী ও সুন্দর জীবন কামনা করছি।
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০১১ রাত ১১:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



