গতকাল ছিল আমার মাস্টর্স কোর্সের শেষ থিওরী পরিক্ষা; সাবজেক্ট - Numerical Methods, যা এ টু জেড মামা মেক্সওয়েলের সূত্রে ভরা। গেল সপ্তাহ পুরোটাই মেক্সওয়েল পড়তে পড়তে মাথা মোটা মোটি পুরা আউট। অবস্থান এমন পর্যায়ে পেঁৗছাল যে কাল রাতভর শুধু E ফিলড আর H ফিলড স্বপ্নে দেখলাম। ভাগ্যিস পরিক্ষার আগেই চুল ছেটে প্রায় ডাব্বু মাথা বানাইছি, না হয় মাথাখানা কৌশিকদার মত ফুটবল স্টেডিয়াম হয়ে যেত!!!
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৬ সন্ধ্যা ৬:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




