তুই চলে গেলি
এভাবে নিরবে, না বলে কয়ে?
কেমন ছিলি তাও ভুলে গেছি
হতেও পারো দেখিনি কখনো তোকে।
তবুও তুই আজ আমার সুহৃদ,
আত্মার আত্মীয়।
আশা - ভরসা - ভালোবাসা : স্বপ্নের মিতািল।।
তবে ভাবিসনে দোস্ত,
নেই হওয়া মানেই নাই হওয়া নয়।
আমরা তো আর তোর মত নই -
শক্তিশালি কঁাধ, দৃঢ় মনোবল, বিশাল হৃদয়।
তবুও তোর ফেলে যাওয়া অস্ত্র আমরা কঁাধে তুলে নেবই।
তোর অসমাপ্ত যুদ্ধ জীবনবাজি রেখে লড়বই।
িবচরণ করব তোর আকাশছঁোয়া স্বপ্নরাজ্যে।
হয়তোবা তোর মত করে লড়তে জানিনা, কিন্তু
লড়াই আমাদের চলবেই। তোর মত আকাশছঁোয়া
হয়তো হবেনা, কিন্তু স্বপ্ন আমরা দেখবই।
নিঃস্বার্থ - হৃদয় উজাড় করা না হোক
ভালো আমরা বাসবই। বাসবই।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




