
সরকার এবার নয় ধরনের কাগুজে নোটেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সংযোজন করতে যাচ্ছে। চলতি বছরের জুলাই থেকে নতুন ছাপা সব কাগুজে নোট হবে ছবি সংবলিত।
প্রথমে বাংলাদেশ ব্যাংক ১৯০ কোটি টাকার নোট ছাপবে। স্বাধীনতার পর এক, পাঁচ, দশ, ও এক’শ টাকার নোটে বঙ্গবন্ধুর ছবি ছিল। বর্তমানে দশ ও পাঁচ’শ টাকার নোটে এবং এক, দুই ও পাঁচ টাকার ধাতব মূদ্রায় বঙ্গবন্ধুর ছবি রয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের কারেন্সি বিভাগের দায়িত্বরত নির্বাহী পরিচালক দাসগুপ্ত অসীম কুমার এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, “স্বাধীনতার পর অধিকাংশ কাগুজে নোটে বঙ্গবন্ধুর ছবি ছিল কিন্তু সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই ছবি সংবলিত নোট ছাপা বন্ধ করা হয়। ভারতসহ বিশ্বের অনেক দেশের মূদ্রাতে সে দেশের স্বাধীনতার স্থপতি রাষ্ট্রনায়কদের ছবি রয়েছে।”
পরবর্তীতে ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে পুনরায় বঙ্গবন্ধুর ছবি সংবলিত দশ ও পাঁচ’শ টাকার নোট ছাপে।
উল্লেখ্য, স্বাধীনতার সাড়ে তিন মাস পর ১৯৭২ সালের ৪ মার্চ দেশে প্রথম এক, পাঁচ, দশ, এবং এক’শ টাকার কাগুজে নোট ছাপা হয়। টাকা ব্যবহারের পূর্ব মুহূর্ত পর্যন্ত লেনদেনের মাধ্যম হিসেবে পাকিস্থানী এক, পাঁচ ও দশ রুপি ব্যবহার হতো । টাকা ছাপার পর তা বাতিল হয়।
View this link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




