সীমিত অর্থ নিয়ে যদি কেউ নিউ ইয়র্ক ভ্রমণে গিয়ে থাকেন, তাদের জন্য নিজের প্রাপ্ত কিছু অভিজ্ঞতা শেয়ার করলাম
অভিজ্ঞতা ১ ঃ
এম্পায়ার স্টেট বিল্ডিং এ ঢুকার পথে সিকিউরিটি এর কাপড় পরা কিছু লোক দেখবেন, যারা আপনার কাছে বিল্ডিং এর এক্সপ্রেস সার্ভিস এর টিকেট বেচতে যাবে। আপনি যদি বলেন, আপনি নরমাল টাই কিনবেন, তখন বলবে, আপনাকে এর জন্য ২-৩ ঘণ্টা লাইন এ দাঁড়াতে হবে। এ কথা শুনে অনেকে দ্বিগুণ দামে এদের থেকে টিকেট কাটেন, আবার অনেকে না দেখেই ফেরত চলে যান। আমি নিজে যা দেখলাম, নরমাল টিকেট এ কোনভাবেই ৩০ মিনিট এর বেশি লাগে না। তাই এদের কথা গুরুত্ব না দেয়াই ভাল।
অভিজ্ঞতা ২
আপনার যদি টাকা পয়সার টানাটানি থাকে, কিন্তু স্ট্যাচু অব লিবারটি কেও কাছ থেকে দেখা চাই, সেক্ষেত্রে স্টাটেন আইল্যান্ড এর ফেরিতে উথে পড়ুন। মোটামুটি ভালই দেখতে পারবেন। আমি কিছু ছবি শেয়ার করলাম। তবে টাকার টানাটুনি না থাকলে বোট ক্রুয নেয়াই ভাল।
অভিজ্ঞতা ৩
একি কথা ছাদ খোলা বাস ট্রিপ এর ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। বাস কিন্তু মূলত আপনাকে ম্যানহাটন এর আসেপাসেই ঘুরাবে। পায়ে যদি জোর থাকে, একি জিনিস আপনি গুগল ম্যাপ নিয়েই দেখে ফেলতে পারেন। তবে আবার বলতেসি, এই সব বুদ্ধি কিন্তু টাকা নিয়ে টানাটানি আছে এমন মানুসের জন্য। বাস ট্রিপ নিউ ইয়র্ক এর একটা ভালই আকর্ষণ।
সবাই ভাল থা
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৮:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



