USA তে সমুদ্র সৈকত এর অভাব না থাকলেও, যে কারণে ভার্জিনিয়া বিচ কে আলাদা করা যায়, সেটা হল এই সৈকত কে কেন্দ্র করেই আলাদা শহর গড়ে উঠেছে। অনেকটা আমাদের কক্সবাজার এর মত। কখবাজারের মত এখানেও রাস্তা ধরে হাঁটতে থাকলে খালি সারি সারি হোটেল আর রেস্টুরেন্ট। কক্সবাজারের মত এখানকার সৈকত টাও অনেক ঢালু। তাই পানিতে অনেক দূর পর্যন্ত নামা যায়। তবে সমস্যা এখানাকার পানি তুলনামূলক অনেক বেশি ঠাণ্ডা । আমারা যখন গিয়েছিলাম, তখন ছিল গরমকাল। শীতকালে নাকি পানিতে পা দেয়া যায় না, এত ঠাণ্ডা থাকে পানি। ওই সময় ওখানে এজন্য হোটেল এর ভাড়া ও ৪ ভাগের ১ ভাগ হয়ে যায়। এদিকে, গরমকালে পানি সহনীয় হলেও মাথার উপর সূর্য এত বেশি দাউ দাউ করে যে, অসুস্থ হয়ে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। সে হিসাবে আমাদের কক্সবাজার হাজার গুণ ভাল। কেউ যদি ভার্জিনিয়া বা এর আসেপাশে থাকেন, তারা ভার্জিনিয়া বিচ ঘুরে আস্তে পারেন। কিন্তু কক্সবাজার দেখে থাকলে, শুধু ভার্জিনিয়া বিচ দেখার জন্য অতিরিক্ত শ্রম মনে হয় খরচ না করাই ভাল।
অবশ্য ভার্জিনিয়া বিচ এর চারপাশে আরও অনেক কিছু দেখার আছে। নেট এ সার্চ করলেই পাওয়া যাবে। যেমন একুরিয়াম, ওয়াটার থিম পার্ক ইত্যাদি। কিন্তু ওগুলা দেখার জন্য পকেট গরম থাকতে হয় অনেক। আমাদের পকেট বেশি গরম ছিল না। তাই ওসব জায়গায় জাওয়াও হয় নাই। তবে সুখবর হল সেখানে অনেক জায়গা আছে, যেখানে যেতে বলতে গেলে কোন পয়সা লাগে না। তেমন ই একটা জায়গা হল Back Bay National Wild Life Refuge. ওখানে বেশ কিছু হাটার ট্রেইল আছে। সাথে আছে একটা বিচ। অনেকটা কক্সবাজারের ইনানি বিচ এর মত। এ ছাড়া মাছ শিকারিদের জন্য লোভনীয় জায়গাও বটে। যদি কেউ ভার্জিনিয়া বিচ গিয়েই থাকেন, তবে এ পার্ক টা দেখে যাওয়ার ই পরামর্শ দিব।
আমার কাছে ভাল ক্যামেরা নাই। তাই ভাল ছবি দিতে পারিনি। যারা যেতে চান, নেট এ কিছুটা হলেও আগে থেকে দেখে জাবেন প্লিজ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



