পত্রপত্রিকায় প্রকাশিত তথ্য থেকে জানা যায়, যে পৃথিবীর বিভিন্ন দেশে মূলতঃ মধ্যপ্র্রাচ্যে প্রায় ৭০ লাখ বাংলাদেশী কাজের জন্য প্রবাসী আছেন। এছাড়া পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়অতেও প্রায় লাখ দুয়েক প্রবাসী আছেন। প্রবাসীরা মূলত কাজের জন্য বিদেশে যায়। দেশে কাজের কোন সুযোগ না পাবার কারণে তারা বিদেশে যায় কাজের সন্ধানে। অনেক কষ্টের প্রবাস জীবন। খেয়ে না খেয়ে টাকা পাঠায় দেশে পরিবারের ভরণপোষনের জন্য।
রাষ্ট্রে কাছে একটি ভাল মানের পাসপোর্ট তারা পেতেই পারে। দেশে এখন একটি সাধারণ পাসেপোর্ট বানাতে ফি লাগেম৩ হাজার টাকা। এটা জরুরী ভাবে বানালে লাগে ডবল মানে ৬ হাজার টাকা। আর এটা যদি বিদেশে অবস্থিত বাংলাদেশের কোন দূতাবাস থেকে বানানো হয় তাহলে আপনার ফি লাগবে সাধারণ ভাবে বানালে ১০০ ডলার । আর জরুরী ভাবে বানালে ১৫০ ডলার। আমি বুঝতে পারি না বিদেশে বাংলাদেশের প্রবাসী কর্মীরা কি এমন অপরাধ করল যে তাদের কাছ থেকে অত বেশী টাকা নেয়া হবে।
আরেকটি বিষয় বলতে চাই, বিদেশে পাসপোর্ট নবায়ন করতে চাইলে ৫ বছরের জন্য সাধারণ ফি নেয়া হয় ১০০ ডলার আর জরুরী ভাবে বানালে ১৫০ ডলার । ( ফি-র তথ্য গুলো আমার এক প্রবাসী বন্ধুর দেয়া। জানি না এটাই সঠিক ফি কিনা। কেউ সঠিক ফি এই পোস্টে মন্তব্য করে জানাতে পারেন। ) । সাধারণ ভাবে পাসপোর্টের মেয়াদ হয় ৫ বছর। বাকি ৫ বছর নবায়ণ করে নিতে হয়। ১০ বছর চলার পর আবার নতুন পাসপোর্ট বানাতে হয়। আমার কাছে বিষয়টি ঝামেলাপূর্ণ আর জুলুমপূর্ণ মনে হয়। কেননা, এতো ঝামেলা করার সময় কোথায় প্রবাসী কর্মীদের?
প্রবাসী শ্রমিকরা যেহেতু একটি দেশেই প্রায় সময় থাকে তাই তাদের পাসপোর্টে র পাতাগুলো বেশীর ভাগ সময়ই অব্যবহৃ থেকে যায় । তাই তাদের জন্য প্রদত্ত পাসপোর্টের মেয়াদ ৫ বছর না করে ১০ বছর করা যেতে পারে। এতে করে তারা তাদের পাসপোর্টটি ১০ বছর ধরে ব্যবহার করতে পারবে। ৫ বছর পর আবার নবায়ন করার ঝামেলা থেকে তারা রেহাই পাবে। দূথাবাসগুলোও পাসপোর্ট নবায়ন করার চাপ থেকে মুক্ত থাকতে পারবে। ফলে অন্যান্য কনসুলার সেবার মান বাড়ানো সম্ভব হবে। বিষয়টি ভেবে দেখা প্রয়োজন।
প্রবাসী কর্মীদের জন্য প্রয়োজনে ৩০ পাতার পাসপোর্ট ১০ বছর মেয়াদে কম দামে দেয়া উচিত। এতে করে তারা বেশী খরচ আর বার বার নবায়ন করার বাজে ঝামেলা থেকে রেহাই পাবে।
আমার আহবান, প্রবাসীদের কর্মীদের কম দামে দীর্ঘ মেয়াদী পাসপোর্ট দিন
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১২ বিকাল ৪:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




