
মানুষের প্রয়োজন কমার সাথে নাকি
তার কথার ধরণও পাল্টে যায়,
হুম,
একদিন আমারও কথার ধরণ পাল্টে যাবে,
ওই যে সময় বইছে হায়!
ভরা পূর্ণিমার আলোও
ছানি পড়া চোখে এসে ধুসর হবে,
আমার ঘরণীর চুলের বেণীও
দিন গড়িয়ে কালো কি আর রবে?
সময়ের ব্যবধানে নতুন চাঞ্চল্য
আসবে বিশ্ব চরাচরে,
অচিরেই আমার দাম শূণ্য হবে-
বয়ে যাওয়া সময়ের নহরে।
ঐ নহর থামবার নয়...
শত পুরুষের প্রস্থানে আমার হাতে বৈঠা!
দেখো...
এই তো আমার তরীতে জোয়ারের তেজ-
অচিরেই আসবে ভাটা।
এভাবেই তো যাচ্ছে চলে মহাকালের
রঙ ছলনার পরিক্রমা,
আজ জীবনে তাল ও ছন্দ আছে,
শেষে থাকবে দাড়ি, মাঝে কমা।
২৯/১১/১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


