রূপকথায় ভর ক’রে আকাশে উড়তে পারো মনু
রাষ্ট্র গড়তে যাইও না। রাষ্ট্রের কোনো রূপকথা নেই
আছে শুধু রাষ্ট্রকথা।
চলতি কথা এমন যে বাংলাদেশের হিন্দুরা আওয়ামী লীগের ভোটার। ভালো মন্দ বিচারের বালাই নেই ভোট দেয় আওয়ামী লীগকে। এই ভোট দেয়ার কারণে মার খেয়েছে, ঘর বাড়ি পুড়েছে, এমনকি ধর্ষণেরও শিকার হয়েছে। শেষে হয়তো দেশও ছাড়তে হয়েছে। তারা ৭১, মুক্তিযুদ্ধ, শেখ মুজিব, এক কোটি শরণার্থী, জয়বাংলা ইত্যাদি ইতিহাস-আশ্রিত শব্দগুলোর দ্বারা অধিকৃত। এরমধ্যে কিছু ঐতিহাসিকতা আছে অবশ্যই। এই বাঙালি হিন্দুরা পাকিস্তান আমলে ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে দেশ ছেড়েছে লাখে লাখে। এবারে অর্থাৎ ৭১ এ স্বাধীন বাংলার আন্দোলনে তারা সামিল হয়েছিল এই আশায় যে অন্তত ধর্মীয় কারণে তাদের আর পীড়ন সহ্য করতে হবে না। কিন্তু সে আশায় অচিরেই গুড়ে বালি হয়েছিল। নিপীড়নের বিস্তর ঘটনা ঘটতে থাকে ৭২ সন থেকেই। আওয়ামী লীগ সান্ত্বনা ও স্তোক বাক্য ছাড়া কিছু ই দিতে পারেনি বা দিতে চায়নি। অর্থাৎ, ধরে নেয়া হয়েছে যে যখন তুমি হিন্দু তখন এইরকম একটু আধটু হবেই। সহ্য করে নাও। না পারলে ইণ্ডিয়া যাও। আমার ভোট লাগবে না। জমি লাগবে। জমিতো আর নিয়ে যাবার পারতানা। আঃ লীগ তখন শাঁখের করাত। অন্তত ২০০৮ থেকে ২০২৪ পর্যন্ত অসংখ্য হিন্দু নির্যাতন হয়েছে। তার মধ্যে কয়েকটি এতটাই মর্মভেদী যে উল্লেখ করা থেকে বিরত থাকলাম। যে কেউ এখানে প্রশ্ন তুলতে পারেন এমন সব ঘটনা সব দেশেই হয়। আপনার দেশে হয় না? হবে না কেন হয়, কিন্তু তার বিচার আছে। সিভিল সোসাইটি আছে। ঘটনার নিন্দা হয়, মিছিল হয় , প্রতিবাদ হয়। অপরাধীর শাস্তি হয়। কিন্তু বাংলাদেশে উল্লিখিত সময়ে হিন্দু নির্যাতনের ঘটনার কোনো বিচার হয়েছে কি?
@ রাজা সরকার।
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:১১