পূর্বেই কহিয়া রাখি, আমি কোন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করিবার লোক নহি।
ইউনুস সাহেব সম্পর্কে যে মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য দিয়াছেন, উহাতে আমার বুরবাক মনে প্রশ্ন উদয় হইয়াছে। প্রশ্ন হইলো:
গ্রামীন ব্যাংকের ২৫% শেয়ার নাকি সরকারের। তাহা হইলে গ্রামীন ব্যাংক যে অর্থ এবং গরীবের রক্ত চুষিয়া খাইয়াছে, উহার ২৫% দায়ভার সরকারের। মাননীয় প্রধানমন্ত্রী একেলা ইউনুস সাহেবকে সম্মুখে ঠেলিয়া দিয়া তাহাকে গালমন্দ করিতেছেন। কিন্তু এহেন নিকৃষ্ট কর্ম যে প্রতিষ্ঠান করিয়াছে উহাতেতো সরকারের অংশীদারিত্ব রহিয়াছে!!
ইউনুস সাহেব ঠ্যাং এর উপর ঠ্যাং তুলিয়া গরীব ধরিয়া ধরিয়া বোকা বানাইয়া উহাদের রক্ত চুষিয়া খাইলেন, আর ২৫% অংশীদারিত্ব থাকার পরও সরকার এতদিন জানিল না কেমন করিয়া?
ইউনুস সাহেব ১০ কোটি ডলার বা সাতশত কোটি টাকা বেআইনী ভাবে অন্য কোম্পানীতে স্থানান্তর করিয়াছেন, ২৫% অংশীদারিত্ব থাকার পরও সরকার এতদিন জানিল না কেমন করিয়া?
পুনশ্চ: এই অধম সরকার বলিতে শুধু বর্তমান সরকার নয়, বরঞ্চ ১৯৯৫ হইতে এ যাবৎকালের সমস্ত সরকারকেই বুঝাইতেছি।
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



