বলছিনা দামি শাড়ি কিনে দিতে,
বলছিনা দিতে দামি গহনা।
সারাজীবন এমন করে ভালোবাসা দিও,
কি গো বলো দিতে কি পারবে না??
গোলাপ কিংবা রজনীগন্ধা দিতে হবেনা,
কয়েকটা ঘাস ফুল এনে দিও...
আমার কাছে ওটাই অনেক প্রিয়।
হাজার পথ পাড়ি দিয়ে শেষ পথে দাড়িয়ে নিশি,
বলছি তোমায় ভালোবাসি ভালোবাসি ভালোবাসি !
- একজন নিশি
১৪/০২/২০১৪
রাত ০২:১২:১৬
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




