এই ব্লগস্ফিয়ারে অনেক ব্লগার আছেন যাদের কোনভাবেই বুঝানো যেতোনা যে আওয়ামীলীগ না করা মানেই ছাগু হওয়া নয়, ধর্মকে নিয়ে কথা বলা মানেই ছাগু হওয়া নয়, জাফর ইকবালের সমালেচনা করা মানেই ছাগু হওয়া নয়, শেয়ার বাজার লুট আরও নানাবিধ সমস্যার কারনে আওয়ামীলীগ সরকারের সমালেচনা করা মানেই ছাগু হওয়া নয় কিন্তু তারা মানতেই চায়নাই। “You're either with us, or against us” এই নীতিতে তারা চলতো। পান থেক চুন খসে যদি একটু কথা আওয়ামীলীগের বিরুদ্ধে যেত তাকে ছাগু বলে দিতো। এখন তাদের অস্ত্র তাদেরকেই খাওয়ানো হচ্ছে( এবং অনেক নিরীহ ব্লগার ও খাচ্ছে)। সেটা হচ্ছে ব্লগার মানেই নাস্তিক বলে প্রচার।
ঠিক আওয়ামীলীগের মত আচরণ করে যাচ্ছে এই লোকগুলো। You're either with us, or against us।
হয় তুমি লীগের আন্ধা সমর্থক হবা আর না হয় তুমি ছাগু, আর এই মোল্লারাও সেম নীতি নিয়ে চলতেছে। তাদের নীতি হচ্ছে "যদি থাকে ব্লগে নিক, হইবা তুমি নাস্তিক।"
সব রসুনের গোড়া দেখা যায় একজায়গায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


