একদিন আবারো সাধ জেগেছিলো আমার নেশাতুর হবার
একদিন কালরাত্রীর অন্ধকূপের ভেতর থেকে
জেগে উঠেছিলো আকাঙ্খা।
সেদিন তোমার গন্ধে বিবশ হয়ে পড়েছিলাম
বাইরে, আকাশের তলে -কাব্যের উপরে একা!
আমার নব প্রস্ফুটিত শূণ্যতায়-
হয়তবা তোমার মতন কেউ
এসে ঘিরে রেখেছিলো বাতায়ন,
আমার নিরেট নিদ্রায় ভরে তুলেছিলো
শিশির বিন্দুর মতো টলমলে আবেগ;
আমার বাউল ভালোবাসা পথে নেমেছিলো সেদিন
আবিষ্কারের নেশায় হন্য হয়ে ঘুরেছিলো শহর গলি
এবড়ো থেবড়ো ভাবে দাঁড়িয়ে থাকা দালান গুলোর ফ্যসাদ
তাকে খুজে পেতে বাধা দিলেও দমাতে পারেনি;
তার চোখে স্বপ্নের জলাঞ্জলি নয়
দেখেছিলাম ভোর আর রোদ্দুরের গল্পের কথা;
সেদিন আমি উদ্বেলিত থেকেছি বহুক্ষণ-
তোমার মতো কিংবা তোমাদের মতো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




