অনেক দিন থেকে জেগে জেগে একটা স্বপ্ন দেখছিলাম
তুমি ঠিক কালো পাড়ের একটা লাল শাড়ি পরে
আমার সামনে বসে আছো, গল্প করছো
এদিক ওদিক ছুটোছুটি করছো।
স্নান করে এসেই শাড়িটা পরলে তুমি
চুলগুলো কি সুন্দর এলোমেলো হয়ে আছে
একটু কাছে যেতেই পেলাম পরিচিত সেই মায়া গন্ধ
নীরবে আদুরে হলে তুমি, বললে কফি খাবে?
কফির পেয়ালার একলা ধূয়ো
ঘুরপাক খেয়ে দেখতে লাগলো আমায়-
আমি কেমন গভীর মায়ায় আক্রান্ত হচ্ছি
তোমার টেবিলের উপর রাখা জীবনানন্দের কবিতার বই খানিও
দেখলাম ভায়োলিন হয়ে বেজে যায় অনব।
আমি একটু একটু করে তোমার স্তন যুগলের ঘ্রান নিতে থাকি
যেন বেলি ফুলময় ভোর আমাকে নিয়ে যায়00200020 শৈশবে
আমার দুচোখ জুড়ে ঘুমের আবেশ
ভালোবাসা মাতাল হয় গভীর যতনে
ঠিক কেন জানি তোমার ঠোট দুটোও কাপতে থাকে
শীতলতায় ভরে যায় একলা প্রহর
একটু পরেই ঝমঝমিয়ে বৃষ্টি নামে
আমরা দুজন আরো দু পেয়ালা গরম কফি নিয়ে
তোমার জানালায় রোদন রুপসি বৃষ্টি দেখতে থাকি
তুমি বলো- বৃষ্টিটা খুব সুন্দর লাগছে
আমি তোমার কাধে হাত রেখে বলি-
বৃষ্টি সবসময় এমনই সুন্দর!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




