শিউলীমালার প্রতিক্ষায় থাকি রাতভর
ভালবাসার সেই আদিম সংস্করন অভিমান আর আকুতি নিয়ে
রাত পার করে দেই উল্টো দিকের জানালায় চোখ রেখে
আন্ধকার গলে পড়ে আকাশ থেকে
জানি মেঘ হলে খুব জমত
মেঘ আমার ঘুম পাড়িয়ে দেয়া বাউল ভালবাসার নাম
বড্ড খেয়ালী এই জমাট বাধা শীতল জলের আবরণ
মেঘ আসলেই আমার ঘুম আসে,
অবাস্তব স্বপ্নপুরে বিচরণ চলে আসে-
একলা থাকার বাসনা চলে আসে
তাই ইচ্ছে করেই ডাকি না ওকে
আমি শিউলীমালার জন্য বসে রই
আমার সঙ্গ দরকার, কিছু নমনিয় সময়ের ঝঙ্কার আবশ্যক।
শিউলীমালা তুমি কি মধ্যরাত পার করে ভোরে আসবে?
যখন শাল দুধের মতন রঙ হয় আকাশের- তখন?
আমি অনেক দিন ভোর দেখিনা, বেলি ফুল ছুই না
তুমি আসলে সব হত
রক্তিম চোখে একটা গভীর স্বপন একে দিতে পারতাম
আমার ভীষণ ঘুম পায়
অভিমান জমে জমে যদি আকাশ সম হয়
তবে কিন্তু বলে দিলাম- আমি আর গল্প করবনা তোমার সাথে
হাত ধরে আর হাটবো না এক সাথে
শুধু একবার থাকিয়েই বিলিন হবো আরো স্পষ্টতর কোনও সন্ধ্যার খোজে
তুমি এসে আমায় জড়িয়ে ধরে আকাশ দেখিয়ে দিও
শিউলীমালার গন্ধ মেখে আমি আলো দেখতে চাই
আমি রোদের দিনে একবারই যাবো রাজার মতো
তারপর আবার হয়তবা মেঘকে ডাকব, কিংবা আমিই মেঘ হয়ে যাবো

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




