পংক্তিমালার পপিরসে ঠোঁট ভিজিয়ে
লঘুপায়ে অন্দরমহলে হেঁটে গ্যালো লুসিফার এক...
গতজীবনের স্মৃতির বলগতোলা গবলেট হাতে নিয়ে।
পিকোসোপ্রবণ বিমূর্ত জানালা ডিঙিয়ে
পাশের ছাতে দাঁড়িয়ে লিকলিকে ফার্ন, যিশুর উদার বিনম্রতায়
সূর্যের পানে পিঠ ফিরিয়ে...
আকাশ এখন আর সেই ঘুড়ির নয়,
যেমনটি মানিপ্ল্যান্ট ছিলোনা ডিপ্রেশনের রক্ষিতা কখনো;
লুসিফার কেবলই খুঁজে ফেরে তার প্রাচীন মানবীয় সেই চোখ
যেখানে সে ফেলে এসেছে লক্ষ সাগরের বিষন্ন ঢেউ
আর উদাস গাংচিল...
আহা গতজীবন ..... আহা.....!
রচনাকাল:
বিষন্ন দুপুর
২০০৯-০২-২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




