
সন্তানের প্রতি মায়ের ভালবাসা, একজন সিরিয়ান মা যে তার নিজ বাড়ী-ভিটা ছেড়ে রাস্তায় বেরিয়েছে গন্তব্য বিহীন ঠিকানার উদ্দেশ্যে, তার জানা নেই যে নিষ্ঠুর এই পৃথিবীতে তার কলিজার টুকরা নিস্পাপ মাসুম সন্তানের জন্য কোথাও একটু নিরাপদ আশ্রয় মিলবে কিনা (?)তারপরও অচেনা মনজিল পানে ছুটে চলা,আদৌ কি কোথাও মাথা গোজার জন্য সামান্য একটু নিরাপদ জায়গা মিলবে (?)

চেয়ে দেখ হে নির্বাক পৃথিবীর কঠিন হৃদয়ের মানুষেরা একজন সিরিয়ান মায়ের আপন বাড়ী-ঘর ফেলে ব্যথা ভরাক্রান্ত বিষন্ন মলিন চেহারা, নির্দয় -নির্মম এই পৃথিবীতে তার আশা-ভরসা, বেঁচে থাকার একমাত্র প্ররণা অবুঝ মাসুম দুটি সন্তান, যাদের একজন সেই অসহায় মায়ের কোলে খিলখিলিয়ে হাসছে, আর অপরজন আনমনে শিশু যার এই নিষ্ঠুর পৃথিবীর আচরণ সমন্ধে কোন অনুভূতি নেই,

এখানেও সেই একই চিত্র ভেসে উঠে চোখের সামনে একজন অসহায় সিরিয়ান মা-বাবা তাদের নিরাপরাধ নিস্পাপ -মাসুম কোমলমতি কলিজার টুকরাদের কে একটু নিরাপদ আশ্রয় দিতে কতটুকু ব্যর্থ -অপারগ,
আসলে এর জন্য কে বা কারা দায়ী? ওরা আজ রাস্তায় রাস্তায় ঘুরে ফিরছে কেন সামান্য একটু নিরাপদ আশ্রয়ের জন্য? হয়তো এই কেন এর জবাব পাওয়া যাবে না, সুতরাং তাই বলে আমরা যারা আজ সভ্যতার দাবী করি আর বিশ্ব শান্তির শ্লোগান তোলে সুন্দর এই পৃথিবীর আকাশ -বাতাস কে ভারী করে তুলছি, এই আমরা কি এর দায়মুক্তি পাব????
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



