সাম্প্রতিক বাংলাদেশের কালচারের অন্যতম কয়েকটি বিষয়ের একটি হচ্ছে খুন, গুম অর্থাৎ দেশের জনগণের নিরাপত্তাহীন জীবন,সুশীল সমাজের দাবীনুযায়ী এ খুন -খারাবী ও গুমের শিকার শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিরা নন বরং সাধারণ জনগণও এর শিকার হচ্ছে,
ইদানিং আমরা দেখতে পাচ্ছি বিদেশী নাগরিকরা ও এ প্রকারের খুন -গুম হতে রেহাই পাচ্ছে না,একজন বিবেকবান মানুষের নিকটে সাধারণ পাবলিকের যেমন মূল্য তেমনিভাবে একজন রাজনৈতিক ব্যক্তিত্বও সমান, একজন দেশী নাগরিকের জীবনের মূল্য যতটুকু এমনিভাবে একজন বিদেশী নাগরিকের জীবনের মূল্য কড়ায়-গন্ডায় সমান সমান,
আমাদের দেশের আরো একটি কালচার হল: -কোথাও কোন অপ্রীতিকর কিছু ঘটলে কে কার উপর আগে দোষ চাপাবে সেদিকে দৌড় -ঝাপ,আর সরকারের পক্ষ হতে কোন প্রকার তদন্ত ছাড়াই হুট করে কিছু একটা ঝটপট বলে ফেলা, যেমন বি বি সি সহ অন্যান্য প্রচার মাধ্যম বলতেছে রংপুরে জাপানি নাগরিক কে হত্যা করা হয়েছে আই এস দায় স্বীকার করেছে, অপরদিকে এইচ টি ইমাম বলছে ও জাপানি নাগরিক নয় বরং স্থানীয় আলু বিক্রেতা,
আমার জিঙ্গাসা সে জাপানি নাগরিক হোক আর স্থানীয় আলু বিক্রেতাই হোক তা একটি জীবন তো?
কারা করছে এ কাজ? কিসের নেশায় আর আশায়? এদের কাছে অন্য জীবনের কোন মায়া নাই,
ওরে পাষন্ড, ওরে নিষ্ঠুর!!!
তোর ভিতরে কি একটু ও মানবতা নাই, সামান্য মায়া -মমতা নাই
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



