
প্রিয় সন্তানকে পিতার শেষ ভালবাসা।
নিজ মাতৃভূমিতে আপন ঘর-বাড়ীতে স্ত্রী -সন্তানকে নিরাপদে রাখার জন্য বিশ্ব সন্ত্রাসী সর্বগ্রাসী হায়েনাদের সঙ্গে সংগ্রাম করে
বাবা হাসপাতালের ব্রেডে শুয়ে মৃত্যুর সঙ্গে লুকোচুরি খেলছে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস বাবার আগেই তার মেয়েকে শেষ বিদায় জানাতে হল, ৬/৭ বছরের ছোট্ট মেয়েটি ও জয়নবাদী ইহুদি সন্ত্রাসীদের আগ্রাসীদের হাত হতে রেহাই পেল না
হ্যা একজন ফিলিস্তীনি পিতা তার স্নেহময়ী কন্যা সন্তান, যাকে আদর, ভালবাসা, স্নেহ মমতা দিয়ে বড় করছিলেন, যে শিশুটি তার ঘরটাকে আলোকিত করে রাখত, বেহেশতি সুখে ভরে দিত বুক- সেই শিশুটিকে ইহুদী কুত্তারা মেরে ফেলেছে ; তাকে শেষবারের মত আদর করছেন পিতা।
হায়রে মনুষত্ব!!!!
কি অপরাধ ছিল এ নিস্পাপ কন্যা শিশুটির? হয়তো তার অপরাধ ফিলিস্তিন নামক ভূ-খন্ডে জন্ম গ্রহণ করা,
এই হত্যার কি কোন শেষ আছে? কোনও হত্যার সাথে মুসলমানদের সামান্য সম্পৃক্ততার গন্ধ পেলে যারা ইসলামের বিরুদ্ধে উঠেপড়ে লাগেন তারা এই বর্বরতার বিরুদ্ধে লিখবেননা। কারণ মানবাধিকার মুসলমানদের থাকতে নেই।
আফসোস লাগে এই অবস্থায় আমরা যখন ক্ষুদ্র দলীয় চিন্তা ও স্বার্থ নিয়ে ব্যাস্ত থাকি। ইহুদী নাসারারা আমাদের বিরুদ্ধে কোন ধরনের ষড়যন্ত্র করছে, কিভাবে করছে তা নিয়ে বেখবর থাকি।


সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



