
হয়তো এ -ই হবে আগামী দিনের এক নাম্বার বিশ্ব -সন্ত্রাসী, তা নয় তো কি হবে???? অনেকে মনে মনে ভাবতেছে আমি ভবিষৎ বাণী করতেছি, আসলে কিন্তু তা নয়, যে বয়সে হাতে বই, খাতা আর কলম থাকার কথা সেখানে বিশ্বের অত্যাধুনিক ট্যাঙ্ক -কামানে রণ-সজ্জায় সজ্জিত সেনা বাহিনীর মোকাবেলায় ইট-পাটকেল নিয়ে হাজির, হয়তো সেও জানে না যে, ওদের সাজ-সারন্জামের ওর ইট-পাটকেল সহ ও এক বুলেটর সামান্য বাতাসেই শেষ হয়ে যাবে |তার কোন অস্তিত্বই থাকবে না এ পৃথিবীতে, তারপরও সে ধীর পায়ে সামনের দিকে এগিয়ে,
অপরদিকে বিশ্ব সন্ত্রাসী সর্বগ্রাসী ইসরাইলীরা জানে যে আজ যদি একে ছেড়ে দেওয়া হয় তো ????

যে শিশুটি তার জন্মের আগে বোমার কম্পনে মায়ের কলিজায় লাথি মেরেছে, আর জন্মের পরে গোলা-বারুদের গন্ধ শোঁকে আগুনে পরিণত হয়েছে, একে মধ্যপ্রাচ্যর বিষ ফোড়া ইসরাইলীরা কিভাবে নিভাবে???
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



